Skip to main content

বন্ধ্যাত্ব এবং কার্বোভেজ, পার্ট ৩

Comments

Popular posts from this blog

পবিত্র বাণী থেকে শিক্ষা

    আল্লাহ তা’আলার ঘোষনা- “আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব” (সূরা বাকারা: ৩০) “আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি” (সূরা বনি ইসরাইল: ৭০) মানব সৃষ্টির প্রথম ভাগ- আল্লাহ তা’আলা এরশাদ করেন, “স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, কাদা মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ্ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো” (সূরা হিজর: ২৮) হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফী র. প্রণীত, মাওলানা মুহিউদ্দীন খান অনুদিত তফসীরে মা’আরেফুল কোরআন ৫ম খন্ডে ২৮৭-২৮৮ পাতায় লেখা আছে, “রুহ্ দুই প্রকারঃ  স্বর্গজাত ও মর্ত্যজাত। স্বর্গজাত রুহ্ আল্লাহ তা’আলার একটি একক সৃষ্টি। এর স্বরুপ দুর্জ্ঞেয়। অন্তর্দৃষ্টিসম্পন্ন মনীষিগণ এর আসল স্থান আরশের উপর দেখতে পান। কেননা, এটা আরশের চাইতেও সূক্ষ্ম। স্বর্গজাত রুহ্ অন্তর্দৃষ্টিতে উপর-নিচে পাঁচটি স্তরে অনুভব করা হয়। পাঁচটি স্তর এইঃ কল্ব, রুহ্, সির, খফী, আখফা -- এগুলো আদেশ-জগতের সূক্ষ্ম তত্ত্ব। মর্ত্যজাত রুহ্ হচ্ছে ঐ সূক্ষ্ম বাষ্প, যা মানবদেহের চার উপাদান...

এটা কি হোমিওপ্যাথি ?

ডাঃ শ্যামল কুমার দাস +917407490809 প্রশ্নঃ #    পৃথিবীতে এতদিন যে হোমিওপ্যাথি চলছিল সেটা কি হোমিওপ্যাথি নয়, না সেটা সব ভূল ? #   আমরা কি এতদিন ধরে হোমিওপ্যাথি করছি না ? #   আমরা কি রোগ সারাচ্ছি না ? #    এসব না জানলে কি হোমিওপ্যাথি করা যায় না ? #    হোমিওপ্যাথির বিকৃতরুপ আরও কত শুনতে হবে, দেখতে হবে ? #   এই বিকৃত হোমিওপ্যাথির জন্য Classical Homoeopathy কি হারিয়ে যাবে ? #    না না এসব মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিৎ কি ? #   যেখানে Patient এর কষ্টের কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এর কোন লক্ষণের (যেমন- Modalities, Hot-chilly reaction, Desire-aversion, Right-left sided problem etc. ) গুরুত্ব দেওযা হচ্ছে না। Patient এর কষ্ট জনিত কোন মানসিক লক্ষণের গরুত্ব দেওয়া হচ্ছে না ( PPP )। Organon এর কোন গুরুত্ব [ যেমন- §৪, §৫ exciting cause, maintaining Cause Past history, family history, personal history, Fundamental causes (Psora, Syphilis এবং Sycosis ), Different Diathesis (Tuberculer, Scroful...

NEGATIVE THINKING Vs POSITIVE THINKING

Dr. Shyamal kumar das “Let’s hope for the best.” Nobody can hope for the best if an individual is having predominant one or more true disease(s) i.e., origin or source of hopelessness or negative thinking or consciousness is predominant true disease(s). Again, these true diseases are inherited from our ancestors through genes which may present in an individual as recessive state or predominant state. The genes are responsible for the production of different harmful or useful things. Harmful products are created where there is true diseases are predominant in an individual is responsible for destruction of mental and physical peace creating consciousness . For example, “I think I will die by road accident, nobody will help me”, “The world will destroy very soon, I think so”, "I will not survive more than one month", etc. If the individual is relatively healthy i.e., sick or not perfectly healthy becomes seriously ill instantly with the least adverse situation mean...