আল্লাহ তা’আলার ঘোষনা- “আমি আদমকে পৃথিবীতে আমার প্রতিনিধি নিযুক্ত করব” (সূরা বাকারা: ৩০) “আর নিঃসন্দেহে আমি আদম সন্তানদেরকে সকল সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছি” (সূরা বনি ইসরাইল: ৭০) মানব সৃষ্টির প্রথম ভাগ- আল্লাহ তা’আলা এরশাদ করেন, “স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাগণকে বললেন, কাদা মাটি দ্বারা আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রুহ্ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদাবনত হয়ো” (সূরা হিজর: ২৮) হযরত মাওলানা মুফতি মুহাম্মদ শফী র. প্রণীত, মাওলানা মুহিউদ্দীন খান অনুদিত তফসীরে মা’আরেফুল কোরআন ৫ম খন্ডে ২৮৭-২৮৮ পাতায় লেখা আছে, “রুহ্ দুই প্রকারঃ স্বর্গজাত ও মর্ত্যজাত। স্বর্গজাত রুহ্ আল্লাহ তা’আলার একটি একক সৃষ্টি। এর স্বরুপ দুর্জ্ঞেয়। অন্তর্দৃষ্টিসম্পন্ন মনীষিগণ এর আসল স্থান আরশের উপর দেখতে পান। কেননা, এটা আরশের চাইতেও সূক্ষ্ম। স্বর্গজাত রুহ্ অন্তর্দৃষ্টিতে উপর-নিচে পাঁচটি স্তরে অনুভব করা হয়। পাঁচটি স্তর এইঃ কল্ব, রুহ্, সির, খফী, আখফা -- এগুলো আদেশ-জগতের সূক্ষ্ম তত্ত্ব। মর্ত্যজাত রুহ্ হচ্ছে ঐ সূক্ষ্ম বাষ্প, যা মানবদেহের চার উপাদান...
We want to discuss about GO BACK Real Homoeopathic Therapeutic System founded by Dr. Shyamal Kumar Das. We also invite to interested people with any constructive and creative comments .
Comments
Post a Comment