Dr. Rafiqul Islam +8801832765910 GO BACK মানে হল পিছনে ফিরে যাওয়া; স্থান বা কালের দিক থেকে পিছনের দিকে ফিরে যাওয়া। একজন মানুষের বতর্মান অবস্থা থেকে কালের দিক থেকে পিছনে ফিরে গিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে যে জাইগোট বা প্রাণবীজ তৈরী হয়েছিল সেই মূল উৎসে ফিরে যাওয়াই হলো Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব। জাইগোট গঠনের পরপরই ব্যক্তির সুস্থতা ও অসুস্থতা নির্ধারণ হয়ে যায়। এ বিষয়ে মাহমতি কেন্ট বলেছেন “তাহার জন্মকালে যে রোগ ছিল, এখনও(পরিণত বয়সে) তাহার সেই রোগই আছে” গর্ভকালীন অবস্থা বা ছোটকালের মৌলিক চরিত্রে ফিরে গিয়ে তার উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করাই হলো Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব বা পিছনে ফেরা তত্ত্ব। প্রখ্যাত হোমিও গবেষক ডাঃ শ্যামল কুমার দাস এ পদ্ধতির নাম দিয়েছেন Fruit-Tree-Earth Syndrome অর্থ্যাৎ ফল-গাছ-মাটি উপকথা । Fruit হলো রোগী যে ডাক্তারের সামনে বসে আছে, Tree হলো রোগীর বাবা-মা, Earth হলো তাদের বাবা-মা, তাদের বাবা-মা, তাদের বাবা-মা-----। তিনি প্রথমে এ পদ্ধতির নাম দিয়েছিলেন Go Back Theory বা প্রত্যাবর্তন তত্ত্ব বা পিছনে ফেরা তত্ত্ব । পরবর্তীতে তিনি আরো গ...
We want to discuss about GO BACK Real Homoeopathic Therapeutic System founded by Dr. Shyamal Kumar Das. We also invite to interested people with any constructive and creative comments .