ডাঃ শ্যামল কুমার দাস +917407490809 প্রশ্নঃ # পৃথিবীতে এতদিন যে হোমিওপ্যাথি চলছিল সেটা কি হোমিওপ্যাথি নয়, না সেটা সব ভূল ? # আমরা কি এতদিন ধরে হোমিওপ্যাথি করছি না ? # আমরা কি রোগ সারাচ্ছি না ? # এসব না জানলে কি হোমিওপ্যাথি করা যায় না ? # হোমিওপ্যাথির বিকৃতরুপ আরও কত শুনতে হবে, দেখতে হবে ? # এই বিকৃত হোমিওপ্যাথির জন্য Classical Homoeopathy কি হারিয়ে যাবে ? # না না এসব মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া উচিৎ কি ? # যেখানে Patient এর কষ্টের কোন গুরুত্ব দেওয়া হচ্ছে না, এর কোন লক্ষণের (যেমন- Modalities, Hot-chilly reaction, Desire-aversion, Right-left sided problem etc. ) গুরুত্ব দেওযা হচ্ছে না। Patient এর কষ্ট জনিত কোন মানসিক লক্ষণের গরুত্ব দেওয়া হচ্ছে না ( PPP )। Organon এর কোন গুরুত্ব [ যেমন- §৪, §৫ exciting cause, maintaining Cause Past history, family history, personal history, Fundamental causes (Psora, Syphilis এবং Sycosis ), Different Diathesis (Tuberculer, Scroful...
We want to discuss about GO BACK Real Homoeopathic Therapeutic System founded by Dr. Shyamal Kumar Das. We also invite to interested people with any constructive and creative comments .